শুভ মহালয়া ও পিতৃপক্ষ সমাপন
২ অক্টোবর ২০২৪ (বুধবার)
৯ অক্টোবর ২০২৪ (বুধবার) – – শ্রীদূর্গাষষ্ঠী
১০ অক্টোবর ২০২৪ (বৃহঃস্পতিবার) – – শ্রীদূর্গাসপ্তমী
১১ অক্টোবর ২০২৪ (শুক্রবার) – – শ্রীদুর্গাষ্টমী
১২ অক্টোবর ২০২৪ (শনিবার) – – শ্রীদূর্গানবমী
১৩ অক্টোবর ২০২৪ (রবিবার) – – শ্রীবিজয়া দশমী, শ্রীশ্রীরামচন্দ্রের লঙ্কাবিজয় উৎসব, শ্রীমন্মহাপ্রভুর নীলাচল হইতে শ্রীধাম বৃন্দাবনে যাত্রা।
চিৎ শক্তির ছায়া স্বরূপা দেবী শক্তি বা আদ্যাশক্তি। তিনি ভৌমপ্রপঞ্চের পরিচালিকা তথা করুণাময়ী মাতৃ স্বরূপা। একাধারে তিনি কৃষ্ণ ভক্তি দাতৃ আবার কৃষ্ণ বিমুখ মোহিনী। কৃষ্ণের ইচ্ছায় দেবীর নিজ আলয়ে আগমন ঘটে নিজ সন্তান দের কৃপা করবার জন্য। তাই এই কারণেও দিনটিকে বলা হয় মহালয়া।
সৃষ্টি- স্থিতি-প্রলয় সাধন শক্তিরেকা
ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ।
ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা
গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি॥
~~(ব্রহ্মসংহিতা ৫/৪৪)
অর্থাৎ "প্রাপঞ্চিক জগতের সৃষ্টি-স্থিতি-প্রলয়-সাধন কারিণী মায়া শক্তিই ভূবনপূজিতা দূর্গা , তিনি যাঁর ইচ্ছানুরূপ চেষ্টা করেন , সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি "।
মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয়। কোনো কোনো অঞ্চলে দেবীর আরাধনা প্রতিপদ থেকে শুরু হয়। একে বলে দেবীপক্ষ। শেষ হয় পিতৃপক্ষে।