Disappearance Date of Kalia Krishna Das
শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন- কালা-কৃষ্ণদাস বড় বৈষ্ণব প্রধান। নিত্যানন্দ-চন্দ্র বিনা নাহি জানে আন।। —(চৈঃ চঃ আদি ১১/৩৭) ইনি দ্বাদশ গোপালের অন্যতম, ‘লবঙ্গ’ সখা। শ্রীকবিকর্ণপুর গোস্বামী লিখেছেন—“কালঃ শ্রীকৃষ্ণদাসঃ স যো লবঙ্গঃ সখা ব্রজে।।” যিনি পূর্ব্বে ব্রজে শ্রীকৃষ্ণের লবঙ্গ নামক সখা ছিলেন, অধুনা তিনি কালা কৃষ্ণদাস নামে প্রসিদ্ধ। ইহার শ্রীপাট বন্ধ মান জেলায় কাটোয়া থানার অন্তর্গত আকাই-হাট গ্রামে, নবদ্বীপ-কাটোয়া রাজপথের ধারে অবস্থিত। আকাই-হাট বিরল-বসতি এক অতি ক্ষুদ্র গ্রাম। চৈত্র কৃষ্ণ দ্বাদশী শ্রীকালিয় কৃষ্ণদাস ঠাকুরের অপ্রকট তিথি। কালা কৃষ্ণদাস ঠাকুরের বংশধরগণ অদ্যাপি পাবনা জেলার সোনাতলা প্রভৃতি স্থানে বসবাস করছেন।