Disappearance Date of Kalia Krishna Das

 

শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন- কালা-কৃষ্ণদাস বড় বৈষ্ণব প্রধান। নিত্যানন্দ-চন্দ্র বিনা নাহি জানে আন।। —(চৈঃ চঃ আদি ১১/৩৭) ইনি দ্বাদশ গোপালের অন্যতম, ‘লবঙ্গ’ সখা। শ্রীকবিকর্ণপুর গোস্বামী লিখেছেন—“কালঃ শ্রীকৃষ্ণদাসঃ স যো লবঙ্গঃ সখা ব্রজে।।” যিনি পূর্ব্বে ব্রজে শ্রীকৃষ্ণের লবঙ্গ নামক সখা ছিলেন, অধুনা তিনি কালা কৃষ্ণদাস নামে প্রসিদ্ধ। ইহার শ্রীপাট বন্ধ মান জেলায় কাটোয়া থানার অন্তর্গত আকাই-হাট গ্রামে, নবদ্বীপ-কাটোয়া রাজপথের ধারে অবস্থিত। আকাই-হাট বিরল-বসতি এক অতি ক্ষুদ্র গ্রাম। চৈত্র কৃষ্ণ দ্বাদশী শ্রীকালিয় কৃষ্ণদাস ঠাকুরের অপ্রকট তিথি। কালা কৃষ্ণদাস ঠাকুরের বংশধরগণ অদ্যাপি পাবনা জেলার সোনাতলা প্রভৃতি স্থানে বসবাস করছেন।

Date

Mar 29 2022
Expired!

Time

All Day