Disappearance Day of Govinda Ghosh Thakur

গোবিন্দ, মাধব এবং বাসুদেব ছিলেন ব্রজের তিনজন গোপী, যেমন কালবতী, রসোল্লাসা এবং গুণতুঙ্গা, যারা বিশাখার রচিত গান গাইতেন। (গৌর-গণোদেশ-দীপিকা ১৮৮) তিন ভাইই তাদের কণ্ঠের মাধুর্যের জন্য বিখ্যাত গায়ক ছিলেন। মেধাবী মাধব ঘোষ কীর্তনে আত্মনিয়োগ করেছিলেন। পৃথিবীতে তার সমকক্ষ কোন গায়ক ছিল না। তাঁর সম্পর্কে বলা হয় যে তিনি বৃন্দাবনের গায়ক ছিলেন। তিনি নিত্যানন্দ প্রভুর সবচেয়ে প্রিয় ছিলেন। তিন ভাই, গোবিন্দ, মাধব এবং বাসুদেব গান গাইতে লাগলেন যখন ভগবান নিত্যানন্দ নাচছিলেন। (চৈতন্য ভাগবত ৩.৫.২৫৭ -৯) চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু, তিন ভাই গোবিন্দ, মাধব ও বাসুদেবের কীর্তনে নাচতেন। (চৈতন্য ভাগবত ১.১৫.১১৫)

Date

Mar 29 2022
Expired!

Time

All Day