Disappearance Day of Srila Bhugarbha Goswami Pad

শ্রীল লোকনাথ গোস্বামীর চরিত সম্বন্ধে যেমন বৈষ্ণব সাহিত্যে বিশেষ কিছু পাওয়া যায় না, তেমন তাঁর সুহৃৎ শ্রীল ভুগর্ভ গোস্বামীর চরিত সম্বন্ধেও না।
 
শ্রীলোকনাথ ও শ্রীভূগর্ভ দুইজনে অভিন্ন হৃদয় ছিলেন। মহাপ্রভুর আদেশে তাঁরা ব্রজধামে বাস করতেন।
 
শ্রীভূগর্ভ গোস্বামী শ্রীগদাধর পন্ডিত গোস্বামীর শিষ্য ছিলেন।
 
শ্রীভূগর্ভ গোস্বামীর শিষ্য ছিলেন শ্রীগোবিন্দদেবের পূজারী শ্রীচৈতন্যদাস, শ্রীমুকুন্দানন্দ চক্রবর্ত্তী, প্রেমী কৃষ্ণদাস প্রভৃতি।
 
শ্রীমদ্ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন—শ্রীভূগর্ভ গোস্বামী ও শ্রীল ভাগবত দাস প্রভু একসঙ্গে বৃন্দাবনে বাস করতেন।
 
ভূগর্ভ গোসাঞি আর ভাগবত দাস।
যেই দুই আসি’ কৈল বৃন্দাবনে বাস।।
 
—(শ্রীচৈতন্য চরিতামৃত আদি ১২।৮২)
 
শ্রীকবিকর্ণপূর গোস্বামী লিখেছেন—
 
“ভূগর্ভ ঠকুরস্যাসীৎ পূর্ব্বাখ্যা প্রেমমঞ্জরী।”
 
—(শ্রীগৌর গণোদ্দেশ দীপিকা)
 
 
যিনি ব্রজে প্রেমমঞ্জরী ছিলেন গৌর-লীলায় তিনি ভূগর্ভ ঠাকুররূপে অবতীর্ণ হয়েছেন।
 
শ্রীল ভূগর্ভ গোস্বামী কার্ত্তিক শুক্লা চতুৰ্দ্দশীর দিন ব্রজধামে নিত্যলীলায় প্রবেশ করেন।
 
শ্রীলোকনাথ গোস্বামী ও শ্রীভূগর্ভ গোস্বামী অভিন্নাত্মরূপে ব্রজে বাস করতেন। শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর বর্ণন করেছেন—
 
ভূগর্ভেতে স্নেহ যৈছে জগতে প্রচার।
লোকনাথ সহ দেহ ভিন্ন মাত্র তাঁর।।
 
—(ভক্তি রত্নাকর ১ম তরঙ্গ ৩১৬)
 
বৃন্দাবন ধামে সর্বপ্রথমে যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন শ্রীল লোকনাথ গোস্বামী ও শ্রীল ভূগর্ভ গোস্বামী।
রূপানুগবর শ্রীল নরোত্তম দাস ঠাকুর গোস্বামিপাদের সঙ্গে শ্রীভূগর্ভ গোস্বামীর এ ভাবে স্মরণ করেছেন—
 
 
হরি হরি ! কি মোর করমগতি মন্দ।
ব্রজে রাধাকৃষ্ণপদ
না ভজিনু তিল আধ,
না বুঝিনু রাগের সম্বন্ধ।
স্বরূপ, সনাতন, রূপ,
রঘুনাথ ভট্টযুগ
ভূগর্ভ, শ্রীজীব, লোকনাথ।
ইহা সবার পাদপদ্ম
না সেবিনু তিল আধ
আর কিসে পুরিবেক সাধ।।
কৃষ্ণদাস কবিরাজ
রসিক ভকত মাঝ,
যেহোঁ কৈল চৈতন্য চরিত।
গৌর-গোবিন্দ-লীলা
শুনিতে গলয়ে শিলা
তাহাতে না হৈল মোর চিত।।
সে সব ভকত সঙ্গ
যে করিল তার সঙ্গ,
তার সঙ্গে কেনে নহিল বাস।
কি মোর দুঃখের কথা
জনম গোঙানু বৃথা
ধিক্ ধিক্ নরোত্তম দাস।।
 
 

Date

Nov 06 - 07 2022
Expired!

Time

All Day