Disappearance Day of Srila Mahesh Pandit Thakur
পূজ্যপাদ শ্রীমদ্ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন—
মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল।
ঢক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল।
—(চৈঃ চঃ আদি ১১ (৩২)
ব্রজের দ্বাদশ গোপালের অন্যতম, উদার গোপাল ছিলেন মহেশ পন্ডিত। তিনি শ্রীকৃষ্ণ প্রেমে মত্ত মাতালের ন্যায় নৃত্য করতেন। শ্রীগৌর গণোদ্দেশ দীপিকায়—“মহেশ পন্ডিতঃ শ্রীমন্মহাবাহু ব্রজে সখা।।” মতান্তরে মহেশ পণ্ডিত মহাবাহু নামে সখা ছিলেন। ইনি শ্রীনিত্যানন্দ সহচর ছিলেন। পাণিহাটিতে চিড়া-দধি মহোৎসবে ইনি উপস্থিত ছিলেন। ইহার শ্রীপাট বর্ত্তমান চাকদহে আছে।
“কেহ কেহ বলেন মহেশ পন্ডিত যশোড়ার শ্রীজগদীশ পন্ডিতের কনিষ্ঠ ভ্রাতা। তবে এ বিষয়ে কোন প্রামাণিক উক্তি না থাকায় সন্দেহ আছে।” —
(চৈঃ চঃ আদি ১১।৩২ অনুভাষ্য)
ভক্তিরত্নাকরের অষ্টম তরঙ্গে দেখা যায়, শ্রীনরোত্তম ঠাকুর যখন খড়দহে আগমন করেন, তখন তিনি শ্রীমহেশ পন্ডিতের শ্রীচরণ দর্শন করেছিলেন। “মহেশ পন্ডিত অতি পরম মহান্ত।।”—–(চৈঃ ভাঃ অন্তঃ৫।৭৪৪)
শ্রীমদ্ বৃন্দাবন দাস ঠাকুর মহেশ পন্ডিতকে পরম মহান্ত নিত্যানন্দের পরম প্রিয়জন বলে বলেছেন। পৌষ কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শ্রীমহেশ পন্ডিত অপ্রকট হন।