sundaranda Thakur Gaudiya Mission Gaudiya Disappearance Day

Disappearance Day of Srila Sundarananda Thakur

সুন্দরানন্দ–নিত্যানন্দের শাখা ভৃত্য মর্ম।
যাঁর সঙ্গে নিত্যানন্দ করে ব্রজনর্ম।।
—(চৈঃ চঃ আঃ-১১।২৩)
 
শ্রীমদ্ কবিকর্ণপুর গোস্বামী লিখেছেন—
 
“পুরা সুদাম—নামাসীদ্ অদ্য ঠকুর সুন্দরঃ।”
—(গৌর গণোদ্দেশ দীপিকা )
 
পূৰ্ব্বে ব্রজে যিনি সুদাম নামক গোপাল ছিলেন অধুনা তিনি সুন্দরানন্দ ঠাকুররূপে অবতীর্ণ হয়েছেন।
 
“ইঁহার শ্রীপাট— মহেশপুর গ্রাম–ই.বি, আর, লাইনে মাজদিয়া ষ্টেশন থেকে ১৪ মাইল পূর্ব্ব দিকে;অধুনা যশোহর জেলায় অবস্থিত। এ স্থানটিতে প্রাচীন স্মৃতি চিহ্ন একমাত্র সুন্দরানন্দের জন্ম ভিটা ভিন্ন আর কিছু নাই।
 
সুন্দরানন্দ ঠাকুর বিবাহ করেন নাই। এজন্য তাঁর বংশ নাই। জ্ঞাতি ভ্রাতাদের এবং সেবায়েত শিষ্য বংশ বর্তমানে আছেন।”
 
—(চৈঃ চঃ আদি ১১ পরিঃ ২৩ শ্লোক অনুভাষ্য)
 
প্রেমরস-সমুদ্র-সুন্দরানন্দ নাম।
নিত্যানন্দস্বরূপের পার্ষদ প্রধান।।
 
~(চৈঃ ভাঃ অঃ – ৫।৭২৮)
 
কার্ত্তিক পূর্ণিমা তিথিতে শ্রীসুন্দরানন্দ ঠাকুর অপ্রকট লীলা করেন।
 
 
 

Date

Nov 07 - 08 2022
Expired!

Time

All Day