শ্রীগৌরপূর্ণিমা বা দোলপূর্ণিমা

কলিযুগ পাবনাবতারী শ্রীমদ্ গৌরসুন্দরের শুভ আবির্ভাব তিথি ও শ্রীশ্রীগৌরজয়ন্তীর ব্রতোপবাস

১৪ মার্চ ২০২৫, শুক্রবার

……..শ্রীমদ্ গৌরসুন্দরের শুভ জন্মোৎসব
……..শ্রীগৌরপূর্ণিমা বা দোলপূর্ণিমা
……..শ্রীশ্রীকৃষ্ণের বসন্তোৎসব
……..পূর্ণিমান্তে ৫৩৯ গৌরাব্দ আরম্ভ
……..পরের দিন দি ৯।৪৬মিঃ মধ্যে শ্রীশ্রীগৌরজয়ন্তী ব্রতের পারণ

শ্রী গৌর পূর্ণিমা হল শ্রীচৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাবের দিন, যা তাঁর সোনালি রঙের কারণে গৌরাঙ্গ নামেও পরিচিত। শাস্ত্রে যেমন বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং হরেকৃষ্ণ মহা মন্ত্র নামে পরিচিত ঈশ্বরের পবিত্র নামগুলির সমবেত জপের মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির গুরুত্ব শিখিয়েছিলেন। তিনি ১৪৮৬ খ্রিস্টাব্দে (ফেব্রুয়ারি-মার্চ) ফাল্গুনী পূর্ণিমায় শ্রীধাম মায়াপুরে (১৪০৭ শকাব্দ) শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতি শচীদেবীর পুত্র হিসাবে আবির্ভূত হন। তার পিতামাতা তার নাম রাখেন নিমাই যেহেতু তিনি তার পৈতৃক বাড়ির উঠানে একটি নিম্বা (নিম) গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন। এই উৎসব গৌড়ীয় বৈষ্ণবদের নববর্ষের সূচনাও করে।
শ্রীগৌর আবির্ভাব মহোৎসব—এই দিন সকাল থেকে সারারাত্রি পর্যন্ত আরতি কীর্ত্তন, পারায়ণ, হোলিখেলা থেকে শুরু করে দ্বীপাবলী আদি মহোৎসব চলতে থাকে—১। প্রভাতী কীর্তন ও মঙ্গলারতি, ২। সর্বত্র শ্রীচৈতন্য ভাগবতের পরায়ণ, ৩। হরিনাম ও দীক্ষাপ্রদান আদি মহোৎসব, ৪। প্রশ্নোত্তর ক্লাস, ৫। ভক্তিশাস্ত্রী পরীক্ষা, ৬। ব্যান পার্টি যোগে রাখেলা, ৭। শ্রীগৌরাঙ্গৌস্মরণমঙ্গললীলা পাঠ, ৮। শ্রীনবদ্বীপধাম প্রচারিণী সভা, ৯। সন্ধ্যায় দীপাবলি মহোৎসব, ১০। আবির্ভাব কীৰ্ত্তন, ১১। রাত্রিতে ভোগরাগ, অভিষেক ও আরতি, ১২। শ্রীমন্মহাপ্রভুর লীলা সম্বন্ধীয় নাটক। ১৩। পরদিন শ্রীজগন্নাথ মিশ্রের গৃহে ধামবাসীদের মহাপ্রসাদ বিতরণ।

Related Article

BLOG

শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ১১১ তম বিরহ তিথি পূজা

নমোভক্তিবিনোদায় সচ্চিদানন্দ নামিনে।গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে।।শ্রীশ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনেদ ঠাকুর মহাশয় শ্রীগৌর সুন্দরের নিজ জন ছিলেন। তিনি রূপানুগ ধারায় শ্রীগৌর সুন্দরের লুপ্ত প্রায় বাণী মর্ত্যলোকে পুনঃ প্রচার

Read More »
BLOG

শ্রীগদাধর পন্ডিত গোস্বামীর তিরোভাব তিথি

শ্রীগদাধর পন্ডিত শিশুকাল থেকেই মহাপ্রভুর সঙ্গী। শ্রীগদাধরের পিতার নাম শ্রীমাধব মিশ্র, মাতার নাম শ্রীরত্নাবতী দেবী। তিনি মায়াপুরে শ্রীজগন্নাথ মিশ্রের গৃহ সন্নিকটে থাকতেন। রত্নাবতী দেবী শচীদেবীকে

Read More »
BLOG

শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

শ্রীরথযাত্রা উৎসব শ্রীপুরুষোত্তম-ধামের সর্বপ্রধান উৎসব; ইহার অপর নাম—‘নবযাত্রা’, ‘গুণ্ডিচাযাত্রা’, ‘নন্দিঘোষ-যাত্রা’, ‘পতিতপাবন-যাত্রা’, বা ‘মহাবেদী-উৎসব’”। শ্রীজগন্নাথদেব মহারাজ শ্রীইন্দ্রদ্যুম্নকে বলিয়াছিলেন “আষাঢ়-মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সুভদ্রার সহিত আমাকে ও

Read More »