Akashy Tritya
মৎস্যপুরাণে, যথা—ভগবান্ জনার্দন বৈশাখমাসে শুক্ল পক্ষের তৃতীয়াতে যবের সৃষ্টি ও সত্যযুগের বিধান করিয়াছেন এবং ত্রিপথগা গঙ্গাকে ব্রহ্মলোক হইতে ধরাধামে অবতরণ করাইয়াছেন । এইজন্য উক্ত তিথিতে যবহোম ও যবদ্বারা হরিপূজা করা উচিত। উক্ত দিনে দ্বিজাতিগণকে যব দান করিয়া যত্নসহকারে যব ভোজন করাইতে হয়।
পদ্মপুরাণে শ্রীবরাহ-ধরণীসংবাদে, যথা—বৈশাখমাসে শুক্লা তৃতীয়াতে ‘ত্রেতাযুগ ও ত্রিবেদ প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন হইয়াছে। এই তৃতীয়া তিথিতে স্নান, দান, পূজা শ্রাদ্ধ, জপ ও পিতৃতর্পণ প্রভৃতি ক্রিয়া অনুষ্ঠান করিলে অক্ষয় হয়। এই তিথি হরিপ্রীতিপ্রদা। যাঁহারা এই তিথিতে সযত্নে যবদ্বারা হরিপূজা করেন এবং যবশ্রাদ্ধ ও যবদান করেন, সেই সমস্ত মানব ধন্যবাদার্ত ও বৈষ্ণৰ বলিয়া অভিহিত ।