Basanti Panchami
শ্রীশ্রীকৃষ্ণের বাসন্তী পঞ্চমী উৎসব। বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী একটি হিন্দু উৎসব। এই দিনে বিদ্যার দেবী সরস্বতীর পূজা করা হয়। এই পূজা পূর্ব ভারত, উত্তর-পশ্চিম বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য অনেক দেশে অত্যন্ত উত্সাহের সাথে পালিত হয়। এই দিনে সমস্ত গৌড়ীয় মঠে শ্রীবিগ্রহগণকে হলুদ কাপড় পরিধান করানো হয়। শাস্ত্রে ঋষি পঞ্চমীর সঙ্গে বসন্ত পঞ্চমীর কথা বলা হয়েছে। মাঘ মাসের পঞ্চম দিনে বসন্ত ঋতুকে স্বাগত জানিয়ে শ্রীবিষ্ণু এবং কামদেবের পূজা করা হয়।