Guru Purnima 2022
মহাভারত রচয়িতা বেদব্যাস আষাঢ় মাসের শুক্ল পক্ষে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, সেইজন্য সেই তিথিকেই স্মরণ করেই আগামী বুধবার সারা দেশে মহা আড়ম্বরে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। গুরুর কৃপাশীর্বাদ ছাড়া জীবন পথে চলা যায় না। গুরুর আশীর্বাদে জীবন হয় শ্রীবৃদ্ধি, গুরুর কৃপাতে ধুয়ে যায় সমস্ত পাপ। সেইজন্য গুরুপূর্ণিমা তিথিকে গৌড়ীয় বৈষ্ণবগণ নিজ নিজ গুরু কে স্মরণ পূর্বক পালন করেন।