
Madhukrishna Tryadashi
মধুকৃষ্ণ ত্রয়োদশী হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়। এটি ফাল্গুন বা ফাল্গুন মাসে চাঁদের (কৃষ্ণপক্ষ) ক্ষয় হওয়ার সময় 13 তম দিনে (ত্রয়োদশী) পালন করা হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কিছু ভক্ত আংশিক উপবাস করেন। কিছু হিন্দু ধর্মাবলম্বী সম্পূর্ণ উপবাস করেন। দিনটি প্রধানত ভারতের পশ্চিমাঞ্চলে কিছু হিন্দু সম্প্রদায় পালন করে। 13 তম দিনে উপবাস এবং উপবাস সাধারণত শিবকে উত্সর্গ করা হয়। এই দিনে বিল্ব গাছ রোপণ করা অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচিত হয়।