Sri Baraha Dadwashi
বরাহ দ্বাদশী মাঘ মাসে পালিত হয়। বৈষ্ণব ভক্তদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বরাহ দ্বাদশী 2022 তারিখ 13 ফেব্রুয়ারী। পুরী জগন্নাথ মন্দিরে দিনটির গুরুত্ব রয়েছে।এই আচারটি ভগবান বিষ্ণুর বরাহ বা বরাহ অবতারকে উৎসর্গ করা হয়।
বরাহ হল বিষ্ণুর শুয়োরের অবতার এবং এটি মাতা পৃথিবী এবং বেদকে উদ্ধার করতে হাজির হয়েছিল।