Trisparsha Mahadvadashi

একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই তিন তিথির যোগ হলে তাকে ত্রিস্পৃশা দ্বাদশী বলে। কখনও কখনও, একাদশী তিথি এবং দ্বাদশী তিথিগুলি যেভাবে সূর্যোদয়ের সাথে সম্পর্কিত হয় তার কারণে দ্বাদশীতে ব্রত পালন করা হয় এবং পরের দিন ত্রয়োদশীতে উপবাস ভঙ্গ হয়। নিয়মিত দ্বাদশী থেকে আলাদা হওয়ার জন্য এই জাতীয় উপবাসকে মহাদ্বাদশী বলা হয়, যা একাদশী উপবাস ভাঙার দিন। যে দিনে তিনটি তিথি স্পর্শ হয় তাকে ত্রিস্পর্শ-মহাদ্বাদসী বলা হয়। ওই দিন উপবাস রাখতে হবে। এই দ্বাদশী শ্রীহরির বড়ই প্রীতিকরী।

Date

Feb 27 2022
Expired!

Time

All Day
Category