The celebration of the 66th Birth Anniversary Gurupuja Mahostava of present Acharya HDG Srila Bhakti Sundar Sanyasi Maharaj will be held in Gaudiya Mission, Sri Satchidananda Math Cuttack, Odisha on August 13, 2025, Wednesday.
वर्तमान आचार्य श्रील भक्ति सुंदर संन्यासी गोस्वामी महाराज की 66वीं जयंती गुरुपूजा महोत्सव का उत्सव 13 अगस्त 2025, बुधवार को गौड़ीय मिशन, श्रीसच्चिदानंद मठ , कटक, ओडिशा में आयोजित किया जाएगा।
“যস্য প্রসাদাদ্ ভগবৎ প্রসাদো
যস্য প্রসাদান্ন গতিঃ কুতোপি।
ধ্যায়ন স্তবংস্তস্য যশস্ত্রিসন্ধ্যং
বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ।।”
শ্রীশ্রী গৌরকৃষ্ণ পাদপদ্ম মধুপাশ্রিতেষু-
আগামী ২৮শে শ্রাবণ ১৪৩২, বুধবার (১৩ই অগাস্ট, ২০২৫) গৌড়ীয় মিশনের অন্যতম শাখা উড়িষ্যার কটক স্থিত শ্রীসচ্চিদানন্দ মঠে মিশনের বর্তমান আচার্য্য ও সভাপতি ওঁ বিষ্ণুপাদ পরমহংস ১০৮ শ্রীশ্রীমদ্ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ এর ভুবন মঙ্গলময় ৬৬তম বর্ষপূর্তি শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে শ্রীগুরুপূজা মহোৎসব তাঁর সাক্ষাৎ উপস্থিতিতে শ্রীহরিসংকীর্তন সহযোগে অনুষ্ঠিত হইবে।
এতদুপলক্ষ্যে উড়িষ্যার কটকস্থিত শ্রীসচ্চিদানন্দ মঠে দুই দিন ব্যাপী শ্রীগুরু-প্রশস্তি, ভক্তিগ্রন্থ পাঠ ও শ্রীহরি সংকীর্তন প্রভৃতি ভক্ত্যঙ্গ যাজিত হইবে। মহাশয়, কৃপাপূর্বক সবান্ধবে যোগদান করিলে মিশনের সদস্যবর্গ পরমানন্দিত হইবে।
All are cordially invited HARE KRISHNA