শ্রীসীতা ঠাকুরাণী শ্রীশচীদেবীর ন্যায় নিত্য পূজ্যা জগন্মাতা। শ্রীগৌরসুন্দরের প্রতি বাৎসলা প্রেমে তিনি সর্ব্বদা বিহবল থাকতেন এবং শ্রীশচী জগন্নাথ মিশ্রের সদুপদেষ্টা ছিলেন।
শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ মহোদয় শ্রীগৌরসুন্দরের আবির্ভাব প্রসঙ্গে সীতা ঠাকুরাণীর বড় মধুর বর্ণনা দিয়েছেন।
অদ্বৈত আচাৰ্য্য ভাৰ্য্যা,
জগৎ পুজিতা আৰ্য্যা
নাম তার ‘সীতা ঠাকুরাণী’।
আচার্য্যের আজ্ঞা পাঞা
গেল উপহার লঞা
দেখিতে বালক-শিরোমণি।।
–(শ্রীচৈঃ চঃ আদি-১৩।১১১)
Hare Krishna




